ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরে রাজাপুরে তার বাসা থেকেই পুলিশ গ্রেপ্তার করেন তাকে।
আজ সকাল বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেতা মেজর শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের ৩টি কাঁচের গ্লাস ভেঙ্গে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, থানার বাইরে অবস্থানরত নেয়া বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়া হয়েছে। থানার ভেতরে শাহজাহান ওমর আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
শাহজাহান ওমর অভিযোগ করেন, এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির নেতারা জড়িত রয়েছেন।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, শাহজাহান ওমর বাসভবনে কারা ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।