র্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে ১৪৫ রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। কিন্তু সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদের দক্ষতায় সমস্যা দেখছেন না। তার মতে, সমস্যাটা মানসিকতায়।
বৃহস্পতিবার (২৩ মে) হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেছিল ৫ উইকেটের ব্যবধানে। তাতে র্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হারল শান্ত বাহিনী।
প্রথম ম্যাচে হোঁচটের দায়টা নাহয় নতুন আবহাওয়া, উইকেট ও আর কন্ডিশনকে দিয়ে পার পাওয়া যেত। কিন্তু দ্বিতীয় ম্যাচে সব বুঝে শুনেও ১৪৫ রান তুলতে ব্যর্থ হলো বাংলাদেশ। তাও কিনা আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যে দলের কোনো বোলার প্রথম ১০০ জনের তালিকাতেও নেই, তাদের বিপক্ষে!
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক শান্ত জানালেন, সমস্যাটা দক্ষতায় নয়, মানসিকতায়। তিনি বলেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’
রান তাড়ায় নেমে দশ ওভার পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত উইকেট হারিয়ে শেষ দশ ওভারে ৬৯ রান তুলতে ব্যর্থ হয়। পরের ৯.৩ ওভারে ৬২ রান করতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত রান আউট হন তাওহীদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে, সাকিব আল হাসান ও হৃদয় আউট হন ইনসাইড এজ হয়ে, বিপদের সময় জাকের আলী উইকেট বিলিয়ে দেন ছক্কা হাঁকাতে গিয়ে।
শান্ত বলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হেরেছি।’
বিশ্বকাপের মূলপর্বে নামার আগে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এ সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু র্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন আশা দেখাও যেন আকাশকুসুম কল্পনার মতো। তবুও আশাবাদী শান্ত।
টাইগার অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’
বিশ্বকাপের আগে বাংলাদেশের মিশন আপাতত ২৫ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।