চট্টগ্রামের সাতকানিয়া কেরানীরহাট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়ার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), উরুফে জাংগুলা এবং মৃত আমির আলীর ছেলে মোঃ আমিন (৩৬)।
আজ মঙ্গলবার সাতকানিয়া কেরানীরহাট বাজারের আল-ঈসা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মাদকসহ তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রয় করছিল। আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের সাতকানিয়া থানায় হস্তান্তত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।