ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ব্যাংকে ডাকাত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৯০ বার পঠিত হয়েছে

দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংক

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের উদ্ধারে তৎপরতা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাত দলের ৩ জন আত্মসমর্পণ করেছে। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেন। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা ব্যাংকটিকে ঘিরে রাখে।

ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকেরা অনিরাপত্তায় ভুগতেই থাকেন। তাঁদের মধ্যে আতঙ্কিত ভর করে। আশেপাশের লোকজনও জড়ো হয়।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদেরকে উদ্ধারের তৎপরতা চলছে।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে পড়ে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে। পরে তিনজন আত্মসমর্পণ করেছেন।

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ব্যাংকে ডাকাত

প্রকাশ: ০৬:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের উদ্ধারে তৎপরতা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাত দলের ৩ জন আত্মসমর্পণ করেছে। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেন। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা ব্যাংকটিকে ঘিরে রাখে।

ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকেরা অনিরাপত্তায় ভুগতেই থাকেন। তাঁদের মধ্যে আতঙ্কিত ভর করে। আশেপাশের লোকজনও জড়ো হয়।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদেরকে উদ্ধারের তৎপরতা চলছে।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে পড়ে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে। পরে তিনজন আত্মসমর্পণ করেছেন।