সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৬৯ বার পঠিত হয়েছে

আগুন লাগার ঘটনায় সচিবালয়ে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে প্রবেশে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। তারা এখন সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

এদিকে আগুন লাগার ঘটনায় উচ্চপর্যায়ে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এ কমিটিতে।

বৃহস্পতিবার সকাল ৯টায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এর আগে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ২১১ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল বলেন, ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি

প্রকাশ: ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আগুন লাগার ঘটনায় সচিবালয়ে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে প্রবেশে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। তারা এখন সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

এদিকে আগুন লাগার ঘটনায় উচ্চপর্যায়ে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এ কমিটিতে।

বৃহস্পতিবার সকাল ৯টায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এর আগে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ২১১ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল বলেন, ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।