দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়ে গেছে। অর্থনীতি নিয়ে আর কোন চিন্তার কারণ নেই। বিগত দিনের যা ঘাটতি ছিল এখন তা প্রায় পূরণ হয়ে আসছে। আমরা পাচার হওয়া টাকা ফিরিয়ে আনবো। একটু সময় লাগবে সেই টাকা ফেরত আনতে।
শনিবার ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) ৪শত তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে পারবে তা কল্পনা করা যায় না। ইসলামী ব্যাংক দেশ গড়তে আরো ভূমিকা পালন করুক এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাক।
ইসলামী ব্যাংক বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মুহাম্মদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল, জলিল অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, সাবালিয়া সমাজ কল্যান পরিষদের সহ সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল প্রমূখ।