স্বাস্থ্য সচেতনতা আর সক্রিয় জীবনের বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ-চলো হাঁটি: লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ “হেঁটে হেঁটে লালাখাল” শ্লোগানে সিলেট থেকে পায়ে হেঁটে ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করে নীলনদ খ্যাত লালাখাল পৌছে নতুন মাইলফলক গড়লেন শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৭টায় নগরীর হাউজিং এস্টেট থেকে ক্লাবের প্রধান পৃষ্ঠ পোষক সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে পায়ে হেঁটে যাত্রা শুরু করে সিলেট তামাবিল সড়ক হয়ে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সন্ধ্যায় গন্তব্যে পৌছায় তারা।সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেখানে ওয়াকাথন সমাপ্ত ঘোষনা করেন করেন মোঃ শাহিন আজাদ।
উপস্থিত ছিলেন ডক্টর মমিন, ফখরুজ্জামান, বাবলা, মোঃ আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া,পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ, মাওলানা ঈসা তালুকদার, আব্দুল জব্বার চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, রুম্মান চৌধুরী, ফখরুজ্জামান ফখরুল, সুফি আহমদ রানা, শাহীন আজাদ, ড.মমিনুল হক, পাভেল কোরেশী, আব্দুল মালেক, মোঃ আবুল কালাম, আব্দুল হান্নান, সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে, পাভেল আহমদ, মুহিবুর রহমান, আলমগীর হোসেন, ড.মাসুদ রানা, ইমরান চৌধুরী, প্রমুখ।