ঢাকাই সিনেমার নবাগত নায়ক শিশির সরদার। তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছে।
বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার থেকে দেশজুড়ে প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার ও এলিনা শাম্মী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, সামু চৌধুরী, রেবেকা রউফ ও সাবেরী আলম।