যুব উলামা পরিষদ বিজয়নগর নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
  • ১০১ বার পঠিত হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগরের সর্ববৃহৎ সংগঠন “যুব উলামা পরিষদ বিজয়নগর” এর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও ৫৫ জন নবীন আলেম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার ৬ জানুয়ারি বিকাল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় জানানো হয়, বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন থেকে মোট ৫৫ জন, যারা এ বছর বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন মাদ্রাসা থেকে কৃতিত্ত্বের সাথে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপন করেন। তাদেরকে কেন্দ্র করেই এ আয়োজন।

যুব উলামা পরিষদ বিজয়নগর পুরষ্কার

অনুষ্ঠানটি বিকাল ৩টায় মুফতি রহমতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মুফতি রঈস উদ্দিন আমিনীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য প্রিন্সিপাল মুফতী মোবারকুল্লাহ দা.বা.।

যুব উলামা পরিষদ বিজয়নগর পুরষ্কার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ ইয়াকুব আলী কাসেমী, ছাত্র রাজনীতির অন্যতম ব্যাক্তিত্ব, যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আমির, মুফতি জুনাঈদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন, মুফতি আমিনুল ইসলাম হাসেমী, মাওঃ সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম, মাওঃ নুরে মুস্তফা, মাওঃ আঃ মুমিন ফুয়াদ, মাওঃ মাহমুদ হাসান, মাওঃ কাজী জিয়াউর রহমান, মুফতী বুরহান সিরাজী, মাওঃ কাজী সাইফুল ইসলাম, মুফতি সলিমুল্লাহ সাঈদী, মুফতী ফরিদ মাহমুদ, মুফতি হারুনুর রশিদ মিসবাহ, মাওঃ আরমান হোসাইন, মাওঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, ইসলাম এসেছে বিজয়ীরুপে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আল্লাহ তা’আলার পক্ষ হতে দ্বীন বিজয়ের আহ্বান এভাবেই এসেছে যে, দ্বীনকে অপরাপর সকল মতবাদের উপর বিজয়ী করে দাও। তারা আরও বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরেরও পরিবর্তন করতে হবে। একমাত্র আল্লাহ তায়ালাকেই সন্তুষ্ট করার লক্ষ্যে দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে। ঘুণে ধরা এ সমাজকে কল্যাণকর সমাজে পরিবর্তন করার জন্য আলেমদের বিকল্প নেই। দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদেরকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে।

পরিশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়

যুব উলামা পরিষদ বিজয়নগর নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগরের সর্ববৃহৎ সংগঠন “যুব উলামা পরিষদ বিজয়নগর” এর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও ৫৫ জন নবীন আলেম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার ৬ জানুয়ারি বিকাল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় জানানো হয়, বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন থেকে মোট ৫৫ জন, যারা এ বছর বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন মাদ্রাসা থেকে কৃতিত্ত্বের সাথে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপন করেন। তাদেরকে কেন্দ্র করেই এ আয়োজন।

যুব উলামা পরিষদ বিজয়নগর পুরষ্কার

অনুষ্ঠানটি বিকাল ৩টায় মুফতি রহমতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মুফতি রঈস উদ্দিন আমিনীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য প্রিন্সিপাল মুফতী মোবারকুল্লাহ দা.বা.।

যুব উলামা পরিষদ বিজয়নগর পুরষ্কার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ ইয়াকুব আলী কাসেমী, ছাত্র রাজনীতির অন্যতম ব্যাক্তিত্ব, যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আমির, মুফতি জুনাঈদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন, মুফতি আমিনুল ইসলাম হাসেমী, মাওঃ সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম, মাওঃ নুরে মুস্তফা, মাওঃ আঃ মুমিন ফুয়াদ, মাওঃ মাহমুদ হাসান, মাওঃ কাজী জিয়াউর রহমান, মুফতী বুরহান সিরাজী, মাওঃ কাজী সাইফুল ইসলাম, মুফতি সলিমুল্লাহ সাঈদী, মুফতী ফরিদ মাহমুদ, মুফতি হারুনুর রশিদ মিসবাহ, মাওঃ আরমান হোসাইন, মাওঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, ইসলাম এসেছে বিজয়ীরুপে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আল্লাহ তা’আলার পক্ষ হতে দ্বীন বিজয়ের আহ্বান এভাবেই এসেছে যে, দ্বীনকে অপরাপর সকল মতবাদের উপর বিজয়ী করে দাও। তারা আরও বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরেরও পরিবর্তন করতে হবে। একমাত্র আল্লাহ তায়ালাকেই সন্তুষ্ট করার লক্ষ্যে দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে। ঘুণে ধরা এ সমাজকে কল্যাণকর সমাজে পরিবর্তন করার জন্য আলেমদের বিকল্প নেই। দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদেরকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে।

পরিশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়