চলতি শীত মৌসুমে সারা দেশে শীতের তীব্র প্রকোপ বেড়েছে। বেশ কয়েক দিন থেকে নরসিংদীর রায়পুরাসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ৭ জানুয়ারি দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত দু:স্থ, দরিদ্র, অসহায় মানুষ ও বিভিন্ন এতিমখানায় এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ ৫০০ শত কম্বল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম।