বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলে এটা চায়ের দেশের দলটির দ্বিতীয় জয়। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়েছিল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাটিংয়ে নেমে ১৮২ রান করে সিলেট। জবাবে ১৭৪ রানের বেশি করতে পারেনি খুলনা। ফ্রাঞ্চাইজিটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন উইল বোসিস্তো। ৪০ বলে পাঁচটি বাউন্ডারি মারেন তিনি। ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন মোহাম্মদ নাওয়াজ। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ২৮ রান। ১৬ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সিলেটের হয়ে দুটি করে উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব, রিস টপলি, রুয়েল মিয়া।
এর আগে জাকির হাসান ও রনি তালুকদারের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে বড় পুঁজি পায় সিলেট। তিন চার ও ছয় ছয়ের মারে ৪৬ বলে ৭৫ রান করেন জাকির। রনির ব্যাট থেকে আসে ৫৬ রান। ৪৪ বলে পাঁচ চারের পাশাপাশি দুটি ছয় মারেন এই ওপেনার। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন আবু হায়দার ও জিয়াউর রহমান।