নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি তাঁর স্বামীর মৃত্যুর খবর নিজেই নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’
শাহাদাৎ হোসাইন দীর্ঘদিন ধরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
তনি ও শাহাদাৎ হোসাইনের মধ্যে বয়সের বেশ ব্যবধান ছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্যবার সমালোচনার মুখে পড়লেও এ সব কটাক্ষের প্রতি কোনো মনোযোগ দেননি তনি। বরং সব সময় শান্তিপূর্ণভাবে নিজের জীবন কাটানোর কথা বলেছেন।
প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে তনির। পরে ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেন এ নারী উদ্যোক্তা।
স্বামীর মৃত্যুতে তনির অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।