বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা গায়ে পড়ে জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সব অপপ্রচারের সঠিক জবাব এদেশের জনগণ সঠিক সময়ে দিবে।
শুক্রবার জামায়াতের রাজধানীর খিলগাঁও জোনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, যেখানেই মুসিবত, দুর্যোগ, সমস্যা সেখানেই জামায়াতের কর্মীরা মানবতার সেবায় ছুটে যায়। অগ্নিকাণ্ড, জনদুর্ভোগ সহ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি থাকবো। শুধু তাই নয় দেশের প্রতিটি অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় আমরা ছুটে যাই এবং যাবো।
তিনি আরো বলেন, সমাজ সংস্কার ও সমাজ সেবা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি। সর্বশেষ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করে এসেছি। হিন্দু ধর্মাম্বল্বীদের নৌকা ডুবির ঘটনায়ও আমরা সবার আগে গিয়ে তাদের পাশে ছিলাম। অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজের সাথে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে আমরা সরাসরি গিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছি। কল্যাণমূলক এসব কাজে জামায়াত নেতাকর্মীদের আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক খিলগাঁও পশ্চিম থানা আমির এস এম মাহমুদ হাসানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও অবিভক্ত খিলগাঁও থানার সাবেক আমির কবির আহমেদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য যথাক্রমে খিলগাঁও পূর্ব থানার সাবেক আমির ও খিলগাঁও জোনের টিম সদস্য মোঃ শাহজাহান, খিলগাঁও উত্তর থানা আমির মোঃ নাসির উদ্দিন, খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও দক্ষিণ থানা আমির মাওলানা সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও মধ্য থানা আমির অ্যাডভোকেট ম. আ. জ ফারুক, খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মোঃ রেজাউল করিম, খিলগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি খোরশেদ আলম মজুমদারসহ জোনের থানা সমূহের সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে রাজধানীর শ্যামপুর-কদমতলী জোনে ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল।