মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। জয়ের জন্য ক্যারিবিয়ানদের ২৫১ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ১২৩ রানে অলআউট হয় ক্রেইগ ব্রাথওয়েটের দল।
ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দেয় পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট নেন এ দুজন। প্রথম ইনিংসে নোমানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন সাজিদ। এই পরিসংখ্যানই বলে দেয় ম্যাচজুড়ে পাকিস্তানের স্পিন ভেল্কির সামনে ম্যাচে কতটা অসহায় ছিল ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপযয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ খানের ঘূর্ণি বোলিংয়ে দলীয় ৫৪ রানেই পাঁচ ব্যাটারকে হারায় সফরকারী দল। এই ধাক্কা সামলে আর অতিমানবীয় কিছু করে দেখাতে পারল না সফরকারী শিবির। স্রোতের বিপরীতে গিয়ে লড়াইয়ে মানসিকতা দেখান আলিক আথানেজ। যদিও তার ৫৫ রানের ইনিংসটি কেবলমাত্র দলের পরাজয়ের ব্যবধান কমানোর জন্যই যথেষ্ট ছিল।