ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যাড গার্লস’ এ ইসরাত জাহান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময়: ১২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩২ বার পঠিত

একঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’। সম্প্রতি এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান। সহ দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

এ সিরিজের গল্প, কলাকুশলী, প্রযোজক, পরিচালক ও লেখকের কল্যাণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছেন ‘ব্যাড গার্লস’ সিরিজটি। এই সিরিজের গল্পে মুগ্ধ হয়ে আনন্দের সাথে শোবিজ অঙ্গনের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীরাও ‘ব্যাড গার্লস’ সিরিজে অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

ইসরাত জাহান বলেন, ব্যাড গার্লসে দর্শক আমাকে খুব একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টারে দেখতে পাবেন। আমি মনে করি, ব্যাড গার্লস আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ব্যাড গার্লস চমৎকার একটি গল্প নির্ভর ওয়েব সিরিজ হবে। যেখানে দর্শকরা সিরিজ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

জানা যায়, ১৫ মে ঢাকা ও তার আশপাশের বেশকিছু লোকেশনে ব্যাড গার্লসের প্রথম লটের শুটিং হয়েছে। শুটিং চলবে আরো কিছুদিন।

ব্যাড গার্লস’র শুটিংয়ে আরো অংশগ্রহণ করছেন দেশের খ্যাতিমান অনেক অভিনেতা-অভিনেত্রী। তারা হলেন- শিবা সানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানি, রিতু দত্ত, প্রিয়া অনন্যা, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, তৃষ্ণা, শান্তা ইসলাম, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ। এদিকে ব্যাড গার্লস’র সুটিং সেটে ক্যামেরায় আছেন সানি খান, সম্পাদনায় ভিএফএক্স সাহেদ ও মিউজিক সাদ শাহ।

ইসরাত জাহানের উল্লেখযোগ্য, সিরিয়াল হলো: ‘গার্ল ফ্রেন্ডের মাথা গরম, ‘পাগলা পাত্র, ‘কালাচাঁন এর ধলা বউ, ‘প্রবাসীর ঋণ, ‘আগুন বউ, দূরন্ত প্রেম, ‘তালাক, ‘বড় ভাইয়ের ঋণ, ধারাবাহিক ড্রামা ‘বউ শাশুড়ি, ‘মাঝির ছেলে ব্যারিস্টার, ‘মায়ের ডাক, ‘সেলস ম্যান, ‘জামাই ৪২০,।এরমধ্যে ধারাবাহিক ড্রামা সিরিয়াল ‘বউ শাশুড়ি’ বৈশাখী টিভিতে সম্প্রসারিত হচ্ছে।

স্বদেশ প্রত্যাবর্তনে রাসেল ও সুইটকে জাতীয়তাবাদী পরিবার ৭ নং ওয়ার্ড সিলেট মহানগরের সংবর্ধনা

‘ব্যাড গার্লস’ এ ইসরাত জাহান

প্রকাশের সময়: ১২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

একঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’। সম্প্রতি এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান। সহ দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

এ সিরিজের গল্প, কলাকুশলী, প্রযোজক, পরিচালক ও লেখকের কল্যাণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছেন ‘ব্যাড গার্লস’ সিরিজটি। এই সিরিজের গল্পে মুগ্ধ হয়ে আনন্দের সাথে শোবিজ অঙ্গনের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীরাও ‘ব্যাড গার্লস’ সিরিজে অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

ইসরাত জাহান বলেন, ব্যাড গার্লসে দর্শক আমাকে খুব একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টারে দেখতে পাবেন। আমি মনে করি, ব্যাড গার্লস আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ব্যাড গার্লস চমৎকার একটি গল্প নির্ভর ওয়েব সিরিজ হবে। যেখানে দর্শকরা সিরিজ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

জানা যায়, ১৫ মে ঢাকা ও তার আশপাশের বেশকিছু লোকেশনে ব্যাড গার্লসের প্রথম লটের শুটিং হয়েছে। শুটিং চলবে আরো কিছুদিন।

ব্যাড গার্লস’র শুটিংয়ে আরো অংশগ্রহণ করছেন দেশের খ্যাতিমান অনেক অভিনেতা-অভিনেত্রী। তারা হলেন- শিবা সানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানি, রিতু দত্ত, প্রিয়া অনন্যা, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, তৃষ্ণা, শান্তা ইসলাম, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ। এদিকে ব্যাড গার্লস’র সুটিং সেটে ক্যামেরায় আছেন সানি খান, সম্পাদনায় ভিএফএক্স সাহেদ ও মিউজিক সাদ শাহ।

ইসরাত জাহানের উল্লেখযোগ্য, সিরিয়াল হলো: ‘গার্ল ফ্রেন্ডের মাথা গরম, ‘পাগলা পাত্র, ‘কালাচাঁন এর ধলা বউ, ‘প্রবাসীর ঋণ, ‘আগুন বউ, দূরন্ত প্রেম, ‘তালাক, ‘বড় ভাইয়ের ঋণ, ধারাবাহিক ড্রামা ‘বউ শাশুড়ি, ‘মাঝির ছেলে ব্যারিস্টার, ‘মায়ের ডাক, ‘সেলস ম্যান, ‘জামাই ৪২০,।এরমধ্যে ধারাবাহিক ড্রামা সিরিয়াল ‘বউ শাশুড়ি’ বৈশাখী টিভিতে সম্প্রসারিত হচ্ছে।