সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
  • ৮২ বার পঠিত হয়েছে

বিপিএলের ১১তম আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। সোমবার (২০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে আগেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটি।

ব্যাটিংরাই এদিন ঢাকার জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান জড়ো করে ঢাকা। যেখানে সবচেয়ে বড় অবদান লিটন দাসের। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ১৭ বলে ৩৭ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। এছাড়া সাব্বির রহমান ২৪ ও তানজিদ হাসান খেলেন ২২ রানের ইনিংস। সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ শিনওয়ারি দুটি করে উইকেট নেন।

জবাবে ১৯০ রানে থামে সিলেট। শেষ ওভারে দলটির দরকার ছিল ২২ রান। প্রথম দুই বলে ১০ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন শিনওয়ারি। যদিও শেষ পর্যন্ত আর জেতা হয়নি তাদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রনি তালুকদারের ফিফটিতে ম্যাচে টিকে ছিল সিলেট।

৪৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন রনি। ৩২ বলে ৩৬ রান করেন অ্যারন জোন্স। ১৩ বলে ২৯ রান করেন আরিফুল হক। সমান বল খেলে ২৮ রান করেন জাকের আলী। মোস্তাফিজুর রহমান ও পেরেরার শিকার ২টি করে উইকেট।

সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

প্রকাশ: ০৫:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

বিপিএলের ১১তম আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। সোমবার (২০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে আগেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটি।

ব্যাটিংরাই এদিন ঢাকার জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান জড়ো করে ঢাকা। যেখানে সবচেয়ে বড় অবদান লিটন দাসের। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ১৭ বলে ৩৭ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। এছাড়া সাব্বির রহমান ২৪ ও তানজিদ হাসান খেলেন ২২ রানের ইনিংস। সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ শিনওয়ারি দুটি করে উইকেট নেন।

জবাবে ১৯০ রানে থামে সিলেট। শেষ ওভারে দলটির দরকার ছিল ২২ রান। প্রথম দুই বলে ১০ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন শিনওয়ারি। যদিও শেষ পর্যন্ত আর জেতা হয়নি তাদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রনি তালুকদারের ফিফটিতে ম্যাচে টিকে ছিল সিলেট।

৪৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন রনি। ৩২ বলে ৩৬ রান করেন অ্যারন জোন্স। ১৩ বলে ২৯ রান করেন আরিফুল হক। সমান বল খেলে ২৮ রান করেন জাকের আলী। মোস্তাফিজুর রহমান ও পেরেরার শিকার ২টি করে উইকেট।