৬৯-এর গণঅভ্যুত্থানের মহান শহীদ আসাদ দিবসে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ আসাদের সংগ্রামী স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন ও আরিফুল ইসলাম আরিফ।
শ্রদ্ধা প্রদর্শনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে সাইফুল হক বলেন, শহীদ আসাদের রক্তের ধারাতেই ‘৬৯ এর গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধের জমিন তৈরি হয়। তিনি বলেন, আসাদের স্বপ্ন ছিল শোষণ বৈষম্যহীন জনগণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা।কিন্তু তার শহীদ হবার পর ৫৫ বছর পার হলেও বাংলাদেশ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক হয়নি।
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে ক্ষমতার জন্য লাখ লাখ শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, ২০২৪ এর ছাত্র- জনতার গণঅভ্যুত্থান আসাদসহ আমাদের লক্ষ্য শহীদদের স্বপ্ন শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেয়া যাবে না। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।