প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ১১২ বার পঠিত হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠান

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে শপথ নেন তিনি।

গত বছরে নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন।

শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব। আমেরিকা ফের একটি উৎপাদনশীল দেশ হয়ে উঠবে। আমেরিকার নিচে পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে আমরা এ সম্পদ ব্যবহার করব।

শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দেন।

গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও, এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: ০২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে শপথ নেন তিনি।

গত বছরে নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন।

শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব। আমেরিকা ফের একটি উৎপাদনশীল দেশ হয়ে উঠবে। আমেরিকার নিচে পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে আমরা এ সম্পদ ব্যবহার করব।

শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দেন।

গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও, এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়।