পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, জবুথবু জনজীবন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে

পঞ্চগড়ে চলতি মৌসুমের তৃতীয় দফায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। জবুথবু হয়ে পড়েছে জনজীবন। রাতভর টিপটিপ বৃষ্টির মতো শিশির ছাড়াও ঘন কুয়াশা থাকছেন সকাল পর্যন্ত।

এ দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে ৭ থেকে ১০ ডিগ্রির ঘরে। কমে যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান।

মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সরেজমিনে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকা দেখা গেছে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। বইছে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস। কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথ। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতের কাপড় জড়িয়ে কর্মজীবীরা ছুটছেন কাজের উদ্দেশ্যে। শিশুরা গরম কাপড় পরে পড়ে যাচ্ছে স্কুল-মাদ্রাসায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আকাশে মেঘ না থাকায় সকাল সকাল সূর্যের দেখা মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারির শেষ সপ্তাহে পঞ্চগড়ে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে শীত বিদায় নিতে পারে।

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, জবুথবু জনজীবন

প্রকাশ: ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে চলতি মৌসুমের তৃতীয় দফায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। জবুথবু হয়ে পড়েছে জনজীবন। রাতভর টিপটিপ বৃষ্টির মতো শিশির ছাড়াও ঘন কুয়াশা থাকছেন সকাল পর্যন্ত।

এ দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে ৭ থেকে ১০ ডিগ্রির ঘরে। কমে যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান।

মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সরেজমিনে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকা দেখা গেছে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। বইছে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস। কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথ। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতের কাপড় জড়িয়ে কর্মজীবীরা ছুটছেন কাজের উদ্দেশ্যে। শিশুরা গরম কাপড় পরে পড়ে যাচ্ছে স্কুল-মাদ্রাসায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আকাশে মেঘ না থাকায় সকাল সকাল সূর্যের দেখা মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারির শেষ সপ্তাহে পঞ্চগড়ে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে শীত বিদায় নিতে পারে।