জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল জনগণ আর বরদাশ করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরন করে নিবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোন রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী একটি সিন্ডিকেট।
বুধবার বিকেলে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বরিশাল মহানগর জামায়াতের আমীর মোঃ জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর রহমান আরো বলেন, অনেকে প্রশ্ন করেন আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে কিনা। আমরা বলি আগে তাদের বিচারটা হোক আগে তাদের ইনসাফটা পাক, তারপর জনগণই রায় দিবেন আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা।