বিপিএলে পুলিশের দ্বিতীয় সিলেট স্ট্রাইকে ছয়ে হারিয়েছে খুলনা টাইগার্স। ফিফটি করে দক্ষিণ-পশ্চিমের ফ্রেঞ্চিজেসিটির জয়ে থেকে বিচার দেন মেহেদি হাসান মিরাজ। পথে পথে ফরচুন বরিশাকে ৭ রানে হারে খুলনা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আগে ব্যাট করে ১৫২ রানা জড়ো করে সিলেট। অধিকারে ১ বল হাতে তুলে দেয় জয়কে জানাতে খুলনা। দল জেতানোর পথ ৫০ বলে ৮ চার ও ২ জন সাহায্যে ৭০ রান করেন মিরাজ। ১৭ বলে ২০ রানা করেন মোহাম্মদ নাইম। সিলেটের হতে ২৫ রানে ২ নিহাদ নেতৃত্ব।
এর আগে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটে লড়াকু পুঁজি পায় সিলেট। ৩২ বলে ৫৮ রানের ইনিংস মানসি। বল নিয়ম ৪৪ রান করেন জাকির। নারার খুলনা হওয়া আবু হাদার, হাসান মাহমুদ সালমান ও সালমান ইশাদ ফয়সাইন খুঁজে বের করা।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্ট্রাইকার্স: ১৫২/৯ (২০ ওভার); মানসি ৫৮, জাকির ৪৪; ইরশাদ ২/২৪
খুলনা টাইগার্স: ১৫৬/৪ (১৯.৫ ওভার); মিরাজ ৭০, নাইম ২০; নিহাদ উত্তর ২/২৫
ফল: খুলনা টাইগার্স ৬ জানতে জয়ী