অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
  • ৪৬ বার পঠিত হয়েছে

চট্টগ্রামের বায়েজিদ থানায় পুলিশ হেফাজতে ১ অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশি নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর অনাগত সন্তান নষ্ট হয়ে গেছে অভিযোগ করে ভ্রূণ হত্যার মামলা করেছেন ভুক্তভোগী শারমিন আক্তার।

এতে অভিযুক্ত করা হয়েছে রায়েজিদ থানার ওসি আরিফুর রহমান, এসআই জগতজ্যোতি দাস, মনিরুল ইসলাম, পুলিশের সোর্স সরোয়ার বাবলা, জাবেদ ও অনিকাসহ ৬ জনকে। রোববার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত সূত্র জানায়, শারমিন আক্তার আমান বাজার এলাকার সাজ্জাদের স্ত্রী। সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গত ৫ ডিসেম্বর ভোর রাতে সাজ্জাদকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাজ্জাদকে না পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয়। ৩৯ ঘণ্টা থানা হেফাজতে আটকে রাখার পর অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

৮ জানুয়ারি জামিন পেয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে শারমিন জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।

অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০১:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামের বায়েজিদ থানায় পুলিশ হেফাজতে ১ অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশি নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর অনাগত সন্তান নষ্ট হয়ে গেছে অভিযোগ করে ভ্রূণ হত্যার মামলা করেছেন ভুক্তভোগী শারমিন আক্তার।

এতে অভিযুক্ত করা হয়েছে রায়েজিদ থানার ওসি আরিফুর রহমান, এসআই জগতজ্যোতি দাস, মনিরুল ইসলাম, পুলিশের সোর্স সরোয়ার বাবলা, জাবেদ ও অনিকাসহ ৬ জনকে। রোববার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত সূত্র জানায়, শারমিন আক্তার আমান বাজার এলাকার সাজ্জাদের স্ত্রী। সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গত ৫ ডিসেম্বর ভোর রাতে সাজ্জাদকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাজ্জাদকে না পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয়। ৩৯ ঘণ্টা থানা হেফাজতে আটকে রাখার পর অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

৮ জানুয়ারি জামিন পেয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে শারমিন জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।