যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে আর ৫ দিনের অপেক্ষা। অংশগ্রহনকারী বেশিরভাগ দল আগেই নিজেদের জার্সি উন্মোচন করেছে। দল ঘোষণার পর অবশেষে উন্মোচিত হলো বিশ্বকাপের জার্সিও। গতকাল রোববার (২৬ মে) রাতে জার্সি প্রকাশ করে বিসিবি।
প্রতিবারের ন্যায় এবারও লাল ও সবুজ রঙের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য আর গৌরব ধারণ করেই বিশ্বকাপের জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনে সাদা রঙে বাংলাদেশের নাম, আর পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর ব্যবহার করা হয়েছে। জার্সিতে লাল রঙেরও ব্যবহার আছে। তবে আগের মত এতটা বেশি নয়।
যদিও ডিজাইনে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিবি। এর বুকের কাছে সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ। এর ওপরে বাম দিকে আছে বিসিবি ও ডান দিকে বিশ্বকাপের লোগো।
তবে টাইগারদের আসল জার্সি পাওয়া যাবে না কোনো আউটলেটে। ভারত-পাকিস্তানের সমর্থকরা সহজেই অনলাইন থেকে দলের জার্সি কিনতে পারলেও, সে সুযোগ পাচ্ছে না বাংলাদেশি সমর্থকরা। অবশ্য বিসিবি চাইলে জার্সি সরবরাহ করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
বাংলাদেশের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জার্সি উন্মোচনের পর হয়েছিল তুমুল বিতর্ক। সবুজ জার্সিতে ছিল না লালের বিন্দুমাত্র ছোঁয়া। অনেকে পাকিস্তানের জার্সির সঙ্গেও মিল খুঁজে পান। প্রবল সমালোচনার মুখে জার্সিতে পরিবর্তন আনে বিসিবি। আইসিসির অনুমোদন নিয়ে ‘বাংলাদেশ’ লেখার নিচে দেয়া হয় লাল বর্ডার। এবার তাই জার্সি তৈরির ক্ষেত্রে বেশ সতর্ক ছিল বিসিবি।