রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৬৮ বার পঠিত হয়েছে

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ এশিয়া সিনথেটিক্স লি: এর জমি গুরপূর্বক অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির বিরুদ্ধে।

জানা যায়, বিগত আওয়ামীলীগ শাসনামলে সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী সন্ত্রাসী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাছ বাহিনীর সহযোগিতায় বে-আইনিভাবে নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির উপজেলার ব্রাহ্মণগাও মৌজা শীতলক্ষা নদীর পূর্ব তীরে আর, এস দাগ নং- ৩৬১০ হইতে ৩৬১৯,পর্যন্ত ৪০ শতাংশ জমি, সরকারি হালটভুক্ত রাস্তা দখল করে পাকা জেটি নির্মাণ করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে নদীর ফোরশোর ভূমিতে নানারূপ বেআইনি ও অবৈধ কর্মকান্ড করে আসছে, ইচ্ছামতো নদীর পাড়, ফোরশোর ভূমি এবং সংলগ্ন ভূমির আকার, আকৃতি ও অবস্থান পরিবর্তন করে দখল করে নিয়েছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি।

নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি আদালতে মামলা দায়ের করলে পরবর্তীতে আদালত এই জমর উপর ২৭/০৫/২০২৪ ইং তারিখে নিষেধাজ্ঞা জারি করেন।

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৬৩৪৭/২০২৪ এবং সিভিল পিটিশন অ্যাপিল নং -২০০৭/২০২৪ আপীল বিভাগে বিচারাধীন আছে।

এমতাবস্থায়, মোঃ রবিউল আলম, নির্বাহী প্রকৌশলী (পুর), প্রকৌশল বিভাগ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সম্পূর্ণভাবে অন্যায় ও অবৈধভাবে প্রভাবিত হইয়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের অবতারণা করিয়া বর্ণিত বিষয়ে উল্লেখিত বিগত ৭ জুলাই ২০২৪ তারিখে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করে।

নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির ঘাট ম্যানেজার আমানুল্লাহ জানান,ব্রাহ্মণগাও মৌজায় শীতলক্ষা নদীর পূর্ব তীরের আর, এস দাগ নং- ৩৬১০, ৩৬১১, ৩৬১২,৩৬১৩, ৩৬১৪, ৩৬১৫, ৩৬১৬, ৩৬১৭, ৩৬১৮ এবং ৩৬১৯ এ দাগের মোট ১৫০ বিঘা জমির সম্পূর্ণ মালিক নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি।

আমাদের প্রায় ৪০ শতাংশ জায়গা এন.সি. ঘোষ (কাজল), ব্যবস্থাপনা পরিচালক,

ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি

১১/১০/২০২২ ইং তারিখে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের জায়গাটি দখল করার পায়তারা করায় আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছিলাম।

সকল প্রকার সিরামিক, খাদ্য, পাথর, বালু, কয়লা এবং অন্যান্য ভারী মেশিনারী দ্রব্যাদি আমদানি করে চট্টগ্রাম ও মংলা বন্দর হতে চরগন্ধবপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বন্দর দিয়ে বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে জোরপূর্বক জায়গাটি স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দখল করে আদালতের নিষেধ অমান্য করে

আমদানিকারকের ফ্যাক্টরী/গোডাউন/প্রজেক্ট সাইটে মালামাল লোড আনলোড এর কাজ চালিয়ে যাচ্ছে।

ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির ম্যানেজার মেহেদী জানান, এ জমিটি আমাদের ক্রয়কৃত না। আমারা কারো জমি দখল করিনি আমাদের কোম্পানি বিআইডব্লিউটিএ এর কাছ থেকে ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণ করেছে এবং ঘাট পরিচালনা করে আসছে।

নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোঃ মোবারক হোসেন মজুমদার বলেন, নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি এবং ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির দুটি আমাদের লাইসেন্স কৃত প্রতিষ্ঠান। সীমানা নিয়ে দুটি প্রতিষ্ঠানে মামলা চলমান আছে আদালতে। আদালতের মামলার রায় যা আসে তা পরবর্তীতে দেখা হবে।

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

প্রকাশ: ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ এশিয়া সিনথেটিক্স লি: এর জমি গুরপূর্বক অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির বিরুদ্ধে।

জানা যায়, বিগত আওয়ামীলীগ শাসনামলে সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী সন্ত্রাসী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাছ বাহিনীর সহযোগিতায় বে-আইনিভাবে নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির উপজেলার ব্রাহ্মণগাও মৌজা শীতলক্ষা নদীর পূর্ব তীরে আর, এস দাগ নং- ৩৬১০ হইতে ৩৬১৯,পর্যন্ত ৪০ শতাংশ জমি, সরকারি হালটভুক্ত রাস্তা দখল করে পাকা জেটি নির্মাণ করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে নদীর ফোরশোর ভূমিতে নানারূপ বেআইনি ও অবৈধ কর্মকান্ড করে আসছে, ইচ্ছামতো নদীর পাড়, ফোরশোর ভূমি এবং সংলগ্ন ভূমির আকার, আকৃতি ও অবস্থান পরিবর্তন করে দখল করে নিয়েছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি।

নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি আদালতে মামলা দায়ের করলে পরবর্তীতে আদালত এই জমর উপর ২৭/০৫/২০২৪ ইং তারিখে নিষেধাজ্ঞা জারি করেন।

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৬৩৪৭/২০২৪ এবং সিভিল পিটিশন অ্যাপিল নং -২০০৭/২০২৪ আপীল বিভাগে বিচারাধীন আছে।

এমতাবস্থায়, মোঃ রবিউল আলম, নির্বাহী প্রকৌশলী (পুর), প্রকৌশল বিভাগ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সম্পূর্ণভাবে অন্যায় ও অবৈধভাবে প্রভাবিত হইয়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের অবতারণা করিয়া বর্ণিত বিষয়ে উল্লেখিত বিগত ৭ জুলাই ২০২৪ তারিখে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করে।

নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির ঘাট ম্যানেজার আমানুল্লাহ জানান,ব্রাহ্মণগাও মৌজায় শীতলক্ষা নদীর পূর্ব তীরের আর, এস দাগ নং- ৩৬১০, ৩৬১১, ৩৬১২,৩৬১৩, ৩৬১৪, ৩৬১৫, ৩৬১৬, ৩৬১৭, ৩৬১৮ এবং ৩৬১৯ এ দাগের মোট ১৫০ বিঘা জমির সম্পূর্ণ মালিক নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি।

আমাদের প্রায় ৪০ শতাংশ জায়গা এন.সি. ঘোষ (কাজল), ব্যবস্থাপনা পরিচালক,

ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি

১১/১০/২০২২ ইং তারিখে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের জায়গাটি দখল করার পায়তারা করায় আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছিলাম।

সকল প্রকার সিরামিক, খাদ্য, পাথর, বালু, কয়লা এবং অন্যান্য ভারী মেশিনারী দ্রব্যাদি আমদানি করে চট্টগ্রাম ও মংলা বন্দর হতে চরগন্ধবপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বন্দর দিয়ে বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে জোরপূর্বক জায়গাটি স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দখল করে আদালতের নিষেধ অমান্য করে

আমদানিকারকের ফ্যাক্টরী/গোডাউন/প্রজেক্ট সাইটে মালামাল লোড আনলোড এর কাজ চালিয়ে যাচ্ছে।

ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির ম্যানেজার মেহেদী জানান, এ জমিটি আমাদের ক্রয়কৃত না। আমারা কারো জমি দখল করিনি আমাদের কোম্পানি বিআইডব্লিউটিএ এর কাছ থেকে ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণ করেছে এবং ঘাট পরিচালনা করে আসছে।

নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোঃ মোবারক হোসেন মজুমদার বলেন, নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি এবং ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির দুটি আমাদের লাইসেন্স কৃত প্রতিষ্ঠান। সীমানা নিয়ে দুটি প্রতিষ্ঠানে মামলা চলমান আছে আদালতে। আদালতের মামলার রায় যা আসে তা পরবর্তীতে দেখা হবে।