দেশে ধর্ষন, হত্যা, লুট, ছিনতাই ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সামনে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাই প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা দরকার।
অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাশফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজ সাতমাস সময় অতিবাহিত করবে কিন্তু সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না।
তিনি আরো বলেন, দুঃখের বিষয় আজ আমাদের জুলাই বিপ্লবের মতো এই ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। আমরা ছাত্রসমাজ থেকে আর বেশি দিন সময় নিবো না। যদি চাঁদাবাজ, ধর্ষণ, সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আবারো রাজপথে থাকবো। প্রশাসন এখন পর্যন্ত শিথিল অবস্থানে আছে। যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, আমরা অন্য মাদ্রাসা গুলোকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে পারি।