ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৭ বার পঠিত হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলাস্থ সুহিলপুর শামছূল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার কৃতি ছাত্রদের নিয়ে গঠিত শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন এর পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদীস ও শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলী, মুফতি মাজহারুল হক ক্বাসেমী ও সুহিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা জয়নাল আবেদীন সহ আরো অনেকেই।

এতে আগত বক্তারা বলেন, শামছূল উলুম তাহফিজুল কুরআন মাদরাসা হিফজের জগতে সারা বাংলাদেশের একটি সুনামধন্য, পরিচিত মাদরাসা। যার মাধ্যমে কুরআনের নূর দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। বারবার দেশের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী একটা প্রতিষ্ঠান। কুরআনের খেদমতে এই মাদরাসা দৃষ্টান্ত স্থাপনকারী একটি মাদরাসা। এর প্রতিষ্ঠাতা পরিচালক হা. ক্বারী মুবারক হোসাইন সাহেব দিনরাত এতে মেহনত করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে এসে পৌছেছে। আমরা আশাবাদী প্রতিষ্ঠানটি আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শামছূল উলুম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, হাফেজ গড়ার কারিগর হা. ক্বারী মুবারক হোসাইন বলেন, শামছূল উলুমের প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তাদের সকলের পক্ষ থেকে আজ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ছাত্ররা একত্রিত হয়েছেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো, এখানে যারা পড়াশোনা করেছেন তাদের কেউ মাদরাসা পরিচালনা করছেন, কেউ হাদিসের দরস দিচ্ছেন, কেউ তাকমীলে হাদিস পড়ছেন এভাবে প্রত্যেকেই দ্বীনের কোনো না কোনো খেদমতে লেগে আছেন, যা আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয়।

ফাউন্ডেশন সম্পর্কে তিনি বলেন, আমাদের এখানে দেশের ৬৪জেলা থেকে অনেক ছাত্ররা আলহামদুলিল্লাহ পড়াশোনা করে গিয়েছে। দূরত্ব হওয়ার কারণে তারা আমাদেরকে দেখতে আসতে পারেনা। আমরাও তাদেরকে দেখতে যেতে পারিনা। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি সকলের সাথে যেনো একটা সুসম্পর্ক থাকে। এরই ধারাবাহিকতায় কয়েকবার পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সামনেও হবে ইনশাআল্লাহ।

শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, শামছূল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি সকল কৃতি ছাত্রদেরকে নিয়ে গঠিত “শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন” এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হলে অদ্যবদি তার কার্যক্রম চালু রয়েছে। এর মূল কার্যক্রম হলো প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়ে অদ্যবদি নবীন-প্রবীন সকল ছাত্রদের ভাতৃত্বের বন্ধন বজায় রাখা ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা এবং মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হা.ক্বারী মুবারক হোসাইন এর আহ্বানে শামছূল উলুমের সফলতার অগ্রযাত্রা ধরে রাখতে সাড়া দেওয়া। এরই ধারাবাহিকতায় অত্র সংগঠনের মূল কার্যক্রম “ভাতৃত্ব বন্ধনের” লক্ষ্যে আজকে শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয়েছে ৩য় পুণর্মিলনী অনুষ্ঠান। যাতে অংশগ্রহণ করে শামছূল উলুমের প্রায় পাঁচশতাধিক নবীণ-প্রবীণ ছাত্র। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলেই অত্যন্ত আনন্দিত। আমরা আশাবাদী শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন ভাতৃত্বের বন্ধনমূলক এমন পুণর্মিলনী অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করে যাওয়ার পাশাপাশি তার অন্যান্য কার্যক্রমে অগ্রণী ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ০৩:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলাস্থ সুহিলপুর শামছূল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার কৃতি ছাত্রদের নিয়ে গঠিত শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন এর পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদীস ও শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলী, মুফতি মাজহারুল হক ক্বাসেমী ও সুহিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা জয়নাল আবেদীন সহ আরো অনেকেই।

এতে আগত বক্তারা বলেন, শামছূল উলুম তাহফিজুল কুরআন মাদরাসা হিফজের জগতে সারা বাংলাদেশের একটি সুনামধন্য, পরিচিত মাদরাসা। যার মাধ্যমে কুরআনের নূর দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। বারবার দেশের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী একটা প্রতিষ্ঠান। কুরআনের খেদমতে এই মাদরাসা দৃষ্টান্ত স্থাপনকারী একটি মাদরাসা। এর প্রতিষ্ঠাতা পরিচালক হা. ক্বারী মুবারক হোসাইন সাহেব দিনরাত এতে মেহনত করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে এসে পৌছেছে। আমরা আশাবাদী প্রতিষ্ঠানটি আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শামছূল উলুম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, হাফেজ গড়ার কারিগর হা. ক্বারী মুবারক হোসাইন বলেন, শামছূল উলুমের প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তাদের সকলের পক্ষ থেকে আজ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ছাত্ররা একত্রিত হয়েছেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো, এখানে যারা পড়াশোনা করেছেন তাদের কেউ মাদরাসা পরিচালনা করছেন, কেউ হাদিসের দরস দিচ্ছেন, কেউ তাকমীলে হাদিস পড়ছেন এভাবে প্রত্যেকেই দ্বীনের কোনো না কোনো খেদমতে লেগে আছেন, যা আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয়।

ফাউন্ডেশন সম্পর্কে তিনি বলেন, আমাদের এখানে দেশের ৬৪জেলা থেকে অনেক ছাত্ররা আলহামদুলিল্লাহ পড়াশোনা করে গিয়েছে। দূরত্ব হওয়ার কারণে তারা আমাদেরকে দেখতে আসতে পারেনা। আমরাও তাদেরকে দেখতে যেতে পারিনা। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি সকলের সাথে যেনো একটা সুসম্পর্ক থাকে। এরই ধারাবাহিকতায় কয়েকবার পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সামনেও হবে ইনশাআল্লাহ।

শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, শামছূল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি সকল কৃতি ছাত্রদেরকে নিয়ে গঠিত “শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন” এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হলে অদ্যবদি তার কার্যক্রম চালু রয়েছে। এর মূল কার্যক্রম হলো প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়ে অদ্যবদি নবীন-প্রবীন সকল ছাত্রদের ভাতৃত্বের বন্ধন বজায় রাখা ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা এবং মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হা.ক্বারী মুবারক হোসাইন এর আহ্বানে শামছূল উলুমের সফলতার অগ্রযাত্রা ধরে রাখতে সাড়া দেওয়া। এরই ধারাবাহিকতায় অত্র সংগঠনের মূল কার্যক্রম “ভাতৃত্ব বন্ধনের” লক্ষ্যে আজকে শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয়েছে ৩য় পুণর্মিলনী অনুষ্ঠান। যাতে অংশগ্রহণ করে শামছূল উলুমের প্রায় পাঁচশতাধিক নবীণ-প্রবীণ ছাত্র। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলেই অত্যন্ত আনন্দিত। আমরা আশাবাদী শামছূল উলুম হুফফাজ ফাউন্ডেশন ভাতৃত্বের বন্ধনমূলক এমন পুণর্মিলনী অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করে যাওয়ার পাশাপাশি তার অন্যান্য কার্যক্রমে অগ্রণী ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ।