আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯টা হতে কাউতুলী মোড়ে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৪ ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবস্থান কর্মসূচি অবরোধ তুলে নেন আন্দোলনকারী নির্যাতিত আলেম-ওলামা ও তাওহীদি-জনতা। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন- ২০১৬-২০২০ ও ২০২১ সালে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক স্থানীয় এমপি আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নিরীহ আলেম-ওলামা ও সাধারণ মানুষদের নামে মিথ্যা মামলা দায়ের করে দীর্ঘ বছরের পর বছর কারাগারে বন্দী করে নির্যাতন করা হয়।
হাসিনা পতনের পর বর্তমান সরকারের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে দাবি করে আসছি মামলাগুলো প্রত্যাহার করার জন্য। মামলা প্রত্যাহার করবে তো দূরের কথা, বরং এই সরকার একের পর এক মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। আমরা আর আশ্বাস শুনতে চাইনা, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক দায়েরকৃত সবগুলো মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে সামনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর সভাপতিত্বে ও মুফতী ইয়াসিন আরাফাত নবীনগরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুফতী আব্দুল হক, মাওলানা আব্দুল হান্নান কাসেমী, মুফতী উবাইদুল্লাহ মাদানী, মুফতী জাকারিয়া, মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা কারী মোজাম্মেল, মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা নিয়াজুল করীম, মুফতী আমজাদ হোসাইন আশরাফী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা জুনায়েদ কাসেমী, হাফেজ মাওলানা মোবারক হোসাইন, মাওলানা এনামুল হাসান, মুফতী ইসহাক আল হোসাইনী, মাওলানা গাজী দেলোয়ার হোসেন বেলালী, মাওলানা ইমাম হোসাইন, হাফেজ হাবিবুল্লাহ, মাওলানা ফাইজুল আলম ফয়েজ, মুফতী জুবায়ের সাইফুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ কাফী, মাওলানা খালেদ মোশাররফ, মুফতী রহমাতুল্লাহ কাসেমী, মাওলানা ঈসহাক আল মামুন, মাওলানা জসিম মাহমুদ, মাওলানা এহসান বিন নূর, মাওলানা ইকবাল আজাদ, মাওলানা তারেক জামিল, মাওলানা কাজী আকরাম, হাফেজ মাওলানা জালাল, বৈষম্য ব্যক্তি ছাত্র আন্দোলনের সুলতান নাঈম উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অনেক আলেম উলামা ও তাওহীদি জনতা।