ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার দুপুরে ভারতের ডাবরী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের হরিপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এর আগে গত রবিবার ১০.৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ৩৬৭/২ এস নম্বর মেইন পিলারের ১ নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করায় ওয়ালীগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই তিন জনকে আটক করেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী থানার লাহিড়ী গ্রামের শী তুনাল পাল (২৪) ও শী মিঠুন সিংহ (২৫) শী মনোহরী চন্দ্র সিংহ( ২১)। পরে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিজিবি আটক তিন বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল দৈনিক টার্গেটকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএসএফের ফেরত দেওয়া তিন ব্যক্তিকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। পরে তাঁদের নামে মামলা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পাঠানো হবে।