মিরপুর-১ এর মলি আক্তার পার্শ্ববর্তী মিরপুর রাসেল পার্কের পাশে জনৈক মোঃ শহিদুল ইসলাম পিতা-মৃত নওশেদ আলী আকন্দ স্থায়ী ঠিকানা পাঠানপাড়া ডাকঘর বেলতৈল বাজার মিলান্দহ জামালপুর এর কাছে চেকের মাধ্যমে ষাট হাজার টাকা ধার দিয়ে উল্টো বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন।
এ ঘটনায় হয়রানির শিকার মলি বুধবার (৫ই মার্চ) বেলা ০২ টায় দৈনিক টার্গেটের সাংবাদিক এর কাছে এ তথ্য তুলে ধরে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখান।
মলি তার বক্তব্যে বলেন, মোঃ শহিদুল ইসলাম গত ৪ই জানুয়ারি/২৫ তারিখে ঠিকাদারি ব্যবসার কথা বলে আমার কাছে ৬০,০০০/- হাজার টাকা ধার নেয় এবং জামানত হিসেবে তিনি আমাকে তার নামের একটি সমপরিমানের স্বাক্ষর কৃত একটি চেক ও একটি ৩০০ টাকার স্ট্যাম্প দেন।
এ ঘটনার দুই মাস পরে ২৫শে ফেব্রুয়ারি তার টাকা পরিশোধ করার কথা থাকলেও আমাকে না জানিয়ে তার ভাড়া বাসায় তালা লাগিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এই ঘটনায় ভুক্তভোগী মলি আক্তার অত্যন্ত মান-হানিকর পরিস্থিতিতে পড়েছে এবং উক্ত টাকা আদায়ের জন্য সুষ্ঠুতদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।