লেখক ও বইয়ের গল্প

প্রিয়ার স্বপ্ন লেখিকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৯১ বার পঠিত হয়েছে

ইসমত আরা প্রিয়া

তরুণ লেখিকা ইসমত আরা প্রিয়ার জন্ম সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ জেলা কুষ্টিয়ায়। পড়াশোনা করেছেন কুষ্টিয়াতেই। বাংলা সাহিত্যে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বর্তমানে বইয়ের প্ল্যাটফরম ‘বইফেরি ডটকম’-এ কর্মরত আছেন। বইয়ের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। আর সে কারণেই হয়তো কর্মক্ষেত্র হিসেবে বইয়ের জগৎকেই বেছে নেওয়া। সেই কিশোরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করতেন তিনি। রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে লেখালেখি ছিল তার পছন্দের কাজ। সে থেকেই শুরু। লেখক হয়ে ওঠার সাধনায় তিনি এগিয়ে যাচ্ছেন একটু একটু করে।

বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে

২০২৫ অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনী থেকে ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’ নামে তার একটি সামাজিক উপন্যাস প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা।

বইটির সংক্ষিপ্ত বিবরণ

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে এক অপেক্ষার গল্প, ঠিক যেমন শৈশবে মা আমাদের ঘরে ফেরার জন্য অপেক্ষা করতেন। বিদ্যুৎ না থাকলে ঘরে বাতি জ্বালিয়ে পড়তে বসাতেন, নানা অজুহাত চলত পড়তে না বসার জন্য। বিশেষ করে মা, মাটি, গ্রামবাংলার চিত্র কিংবা সরষে ফুলের ডগায় শিশির কণার মতো প্রিয় মানুষের ছোঁয়া খুঁজে পাওয়ার এক গভীর অপেক্ষা নিয়েই ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’।

লেখকের অন্যান্য বই

কান্নাগুলোর প্রার্থনা (উপন্যাস)

আওয়াজ (উপন্যাস)

যাবজ্জীবন (উপন্যাস)

নীলপদ্ম (কাব্যগ্রন্থ)

শঙ্খচিল (উপন্যাস)

বসন্ত ফিরে আসে (উপন্যাস)

আমার শুধু মানুষ হারায় (উপন্যাস)

স্বপ্ন

যেকোনো লেখকেরই নিজের লেখালেখি কিংবা বই নিয়ে স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে অনেক দূর এগিয়ে যাওয়ার, নিজেকে আরো বিকশিত করার। একইভাবে স্বপ্ন দেখেন তরুণ এই গুণি লেখিকাও।

নিজের অনুভূতিগুলো শব্দশৈলীতে তুলে আনতে নিরন্তর লিখে চলেছেন প্রিয়া। লেখালেখি নিয়েই কাটাতে চান বাকি জীবন।

তিনি বলেন, ‘ছোট থেকে স্বপ্ন ছিল একদিন নিজের লেখা গল্প বই আকারে আসবে। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনে অনেক ছুটতে হয়েছে। নিজের প্রথম বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি নিয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত ছুটে আসার সেসব যুদ্ধ এক অজানা গল্প। এখন জীবন বলতে যা বুঝতে শিখেছি, তা হলো টিকে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। এই যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে চাই। কলমযুদ্ধেও যেন একজন লেখক হিসেবে টিকে থাকতে ও এক জীবন লিখে যেতে পারি, সেটাই কাম্য।’

লেখক ও বইয়ের গল্প

প্রিয়ার স্বপ্ন লেখিকা

প্রকাশ: ০৩:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

তরুণ লেখিকা ইসমত আরা প্রিয়ার জন্ম সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ জেলা কুষ্টিয়ায়। পড়াশোনা করেছেন কুষ্টিয়াতেই। বাংলা সাহিত্যে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বর্তমানে বইয়ের প্ল্যাটফরম ‘বইফেরি ডটকম’-এ কর্মরত আছেন। বইয়ের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। আর সে কারণেই হয়তো কর্মক্ষেত্র হিসেবে বইয়ের জগৎকেই বেছে নেওয়া। সেই কিশোরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করতেন তিনি। রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে লেখালেখি ছিল তার পছন্দের কাজ। সে থেকেই শুরু। লেখক হয়ে ওঠার সাধনায় তিনি এগিয়ে যাচ্ছেন একটু একটু করে।

বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে

২০২৫ অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনী থেকে ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’ নামে তার একটি সামাজিক উপন্যাস প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা।

বইটির সংক্ষিপ্ত বিবরণ

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে এক অপেক্ষার গল্প, ঠিক যেমন শৈশবে মা আমাদের ঘরে ফেরার জন্য অপেক্ষা করতেন। বিদ্যুৎ না থাকলে ঘরে বাতি জ্বালিয়ে পড়তে বসাতেন, নানা অজুহাত চলত পড়তে না বসার জন্য। বিশেষ করে মা, মাটি, গ্রামবাংলার চিত্র কিংবা সরষে ফুলের ডগায় শিশির কণার মতো প্রিয় মানুষের ছোঁয়া খুঁজে পাওয়ার এক গভীর অপেক্ষা নিয়েই ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’।

লেখকের অন্যান্য বই

কান্নাগুলোর প্রার্থনা (উপন্যাস)

আওয়াজ (উপন্যাস)

যাবজ্জীবন (উপন্যাস)

নীলপদ্ম (কাব্যগ্রন্থ)

শঙ্খচিল (উপন্যাস)

বসন্ত ফিরে আসে (উপন্যাস)

আমার শুধু মানুষ হারায় (উপন্যাস)

স্বপ্ন

যেকোনো লেখকেরই নিজের লেখালেখি কিংবা বই নিয়ে স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে অনেক দূর এগিয়ে যাওয়ার, নিজেকে আরো বিকশিত করার। একইভাবে স্বপ্ন দেখেন তরুণ এই গুণি লেখিকাও।

নিজের অনুভূতিগুলো শব্দশৈলীতে তুলে আনতে নিরন্তর লিখে চলেছেন প্রিয়া। লেখালেখি নিয়েই কাটাতে চান বাকি জীবন।

তিনি বলেন, ‘ছোট থেকে স্বপ্ন ছিল একদিন নিজের লেখা গল্প বই আকারে আসবে। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনে অনেক ছুটতে হয়েছে। নিজের প্রথম বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি নিয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত ছুটে আসার সেসব যুদ্ধ এক অজানা গল্প। এখন জীবন বলতে যা বুঝতে শিখেছি, তা হলো টিকে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। এই যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে চাই। কলমযুদ্ধেও যেন একজন লেখক হিসেবে টিকে থাকতে ও এক জীবন লিখে যেতে পারি, সেটাই কাম্য।’