সুন্দরবনের কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলামের উপর হামলা চালিয়ে আহত করেছে হরিণ শিকারিরা।
আহত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মহেশ্বরী পুর ইউনিয়নের শেখেরকোণা এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

বনবিভাগের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম জানিয়েছেন, ওই বন কর্মকর্তা তাঁর কর্মস্থল থেকে কয়রা উপজেলা সদরে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।
এ সময় শেখেরকোণা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া হরিণ শিকারিরা তাঁর গতিরোধ করে হামলা করে। তাঁকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ফারুকুল ইসলামের উপর হামলা চালানো হরিণ শিকারিদের।