Site icon দৈনিক টার্গেট

হাসপাতালে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না জহুর

জহুর আলী

সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন জহুর আলী (৫০)। গত ৪ এপ্রিল সাতক্ষীরার আলীপুরে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাম পায়ের পাতা সম্পূর্ণ ভেঙে হাড় মাংস আলাদা হয়ে যায়।

সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে খুলনায় পাঠানো হয় খুলনায় সিটি মেডিকেল কলেজে ভর্তি হলেও ডাক্তার সংকলনের কারণে তাকে গাজী মেডিকেলে নেওয়া হয় গাজী মেডিকেল থেকে সাতক্ষীরা ট্রমি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় বিপাকে পড়েছেন তিনি ও তার পরিবার।

জহুর আলীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতা গোটা পরিবারকে আর্থিক সংকটে ফেলেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জহুর আলীর পায়ের চিকিৎসায় প্রতিদিন পরিষ্কার এবং পরবর্তীতে আরো বড় ধরনের অপারেশন প্রয়োজন, যার জন্য প্রায় দুই লাখ টাকার মতো খরচ হতে পারে। কিন্তু তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়।

জহুরের স্ত্রী ছালমা বেগম বলেন, “আমার স্বামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ডাক্তাররা বলছেন দ্রুত চিকিৎসা দরকার। কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। সাহায্য সহযোগিতা ও ঘরের জিনিসপত্র বিক্রি করে কিছু টাকা জোগাড় করেছি, কিন্তু তাও অল্প।”

মানবিক সহায়তার জন্য কোন হৃদয়বান ব্যক্তি এখনো এগিয়ে আসে নাই। জহুরের পরিবার সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহায়তার আবেদন জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে একজন নাগরিক শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে যদি চিকিৎসা থেকে বঞ্চিত হন, তবে সেটি দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য বড় এক প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। প্রয়োজনীয় পদক্ষেপ ও মানবিক সহায়তা পেলে হয়তো জহুর আলী আবারও সুস্থ জীবনে ফিরতে পারেন।

Exit mobile version