মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর শুরু ট্রাম্পের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৪৩ বার পঠিত হয়েছে

ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৯ মিনিটে ওয়াশিংটন ডিসির কাছে একটি সামরিক ঘাঁটি থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে তিনি যাত্রা শুরু করেন।

মঙ্গলবার আলজাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমানটি সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল-সৌদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন।

এরপর ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করে যুক্তরাষ্ট্রে ফিরবেন। ট্রাম্পের এই সফরে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি নীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

একদিনে রেকর্ড ২৪৯ ডেঙ্গু রোগী ভর্তি, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর শুরু ট্রাম্পের

প্রকাশ: ১০:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৯ মিনিটে ওয়াশিংটন ডিসির কাছে একটি সামরিক ঘাঁটি থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে তিনি যাত্রা শুরু করেন।

মঙ্গলবার আলজাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমানটি সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল-সৌদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন।

এরপর ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করে যুক্তরাষ্ট্রে ফিরবেন। ট্রাম্পের এই সফরে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি নীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।