বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ বিষয়ক সার্বিক সুচকে অবনতি হয়েছে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে। ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে মিশ্র পরিবেশ বিরাজ করছে।
তবে আশার কথা হলো- ঢাকা, রাজশাহী ও রংপুরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের এ পরিবেশ ক্রমেই উন্নতি হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২৩-২৪ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত এমসিসিআই কার্যালয়ে তৃতীয়বারের মতো এ প্রতিবেদন প্রকাশ করা হলো।
২০২৩-২৪ সময়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ বিষয়ক সার্বিক সুচকে ১০০ পয়েন্টের মধ্যে ৫৮ দশমিক ৭৫ পয়েন্ট পেয়েছে। আগের বছর ২০২২-২৩ সময়ে এ স্কোর ছিলো ৬১ দশমিক ৯৫ পয়েন্ট।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশ-এর সহযোগিতায় বিগত তিন বছর ধরে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে।
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ বিষয়ক বিভিন্ন সুচক পরিমাপ করে তার নানামুখী মুল্যায়ন তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
স্কোরিংয়ের জন্য নির্বাচিত বিষয়গুলো হলো ব্যবসা শুরুর প্রক্রিয়া, জমির প্রাপ্যতা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিকট থেকে তথ্যের প্রবাহ, অবকাঠামো, শ্রম বিধিমালা, বিরোধ নিষ্পত্তি, ব্যবসার সুযোগ, কর প্রদান, প্রযুক্তি অভিযোজন, অর্থায়ন ও পরিবেশ বিষয়ক কমপ্লায়েন্স।
ব্যবসা ও বিনিয়োগের নির্বাচিত খাতসমূহ হলো টেক্সটাইল, ওষুধ, কৃষি ও বন, আবাসন শিল্প, আর্থিক মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠান, ইলেকট্রনিক ও হালকা প্রকৌশল শিল্প, তৈরি পোশাক শিল্প, খাদ্য ও পানীয় শিল্প, চামড়াশিল্প, নির্মাণ শিল্প।