কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকান (মিয়ানমার) এর রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীদের স্বাধীনতা ও মানবাধিকারের দাবিতে রাজধানীর ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জুমার নামাজের শেষে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “জাতীয় বিরোধী পরিষদ – NRC” এর ব্যানারে উক্ত কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ বিশ্বজুড়ে মুসলমানরা নিপীড়িত। কাশ্মীরে ভারতীয় দখলদারিত্ব, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, এবং আরাকানে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা এসব মানবতার বিরুদ্ধে অপরাধ। বক্তারা এই নিপীড়নের অবসান ঘটিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনসমূহের কার্যকর ভূমিকা দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন- কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানে মুসলমানদের ওপর বছরের পর বছর ধরে যে নির্যাতন চলছে, তা সহজেই মেনে নেওয়া যায় না। বিশ্ব সম্প্রদায়ের উচিত এসব ইস্যুগুলোতে দ্বিমুখী নীতির অবসান ঘটিয়ে নিরপেক্ষ ও কার্যকর উদ্যোগ গ্রহণে কার্যকর ভূমিকা পালন করা।
তারা আরো বলেন, মুসলমানদের ওপর আক্রমণ হলেই বিশ্ব শক্তিগুলো সবসময় চুপসে যায়, যা মুসলিম জাতির জন্য চরমভাবে হতাশাজনক।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সমাজ, আলেম সমাজ, তরুণ প্রজন্ম এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। উপস্থিত অনেকে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগানের মাধ্যমে কাশ্মীর, ফিলিস্তিন ও রোহিঙ্গা জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল বায়তুল মোকাররম চত্বর।
বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান, যাহাতে কাশ্মীরিদের স্বায়ত্তশাসন পুনরুদ্ধার, ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তনের পথ সুগম হয়।