ইশরাকের শপথ স্থগিত সংক্রান্ত লিভ টু আপিল শুনানি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য রেখেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।
বুধবার আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।
ইশরাকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম আহসানুর রহমান।