সচিবালয়ে দুই দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৪৯ বার পঠিত হয়েছে

সচিবালয়ে প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিরবচ্ছিন্ন কাজের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আগে সপ্তাহের প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধ ছিল। এখন বৃহস্পতিবারও যোগ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে’ বলেও জানান তিনি।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের একাংশ আজও এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

এ সময় তারা কয়েকজন এক দপ্তরে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। তবে আজ কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা বিক্ষোভ করেননি কর্মচারীদের কেউ।

জনপ্রিয় টার্গেট

একদিনে রেকর্ড ২৪৯ ডেঙ্গু রোগী ভর্তি, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে

সচিবালয়ে দুই দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ

প্রকাশ: ১২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সচিবালয়ে প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিরবচ্ছিন্ন কাজের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আগে সপ্তাহের প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধ ছিল। এখন বৃহস্পতিবারও যোগ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে’ বলেও জানান তিনি।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের একাংশ আজও এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

এ সময় তারা কয়েকজন এক দপ্তরে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। তবে আজ কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা বিক্ষোভ করেননি কর্মচারীদের কেউ।