অভিনেতা সাংকো পাঞ্জা নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৭২ বার পঠিত হয়েছে

চলচ্চিত্রের পর্দায় গ্রামবাংলার প্রাণবন্ত চরিত্র ‘সাংকো পাঞ্জা’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা মাহবুবুল ইসলাম সিদ্দিকী আর নেই।

আজ ২৯ মে বৃহস্পতিবার দুপুর ২টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ অভিনয়জীবনে মাহবুবুল ইসলাম সিদ্দিকী ‘সাংকোপান্জা’ নামেই বেশি পরিচিতি পেয়েছিলেন। ১৯৮০ ও ৯০-এর দশকে তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোতে তিনি একদিকে ছিলেন হাস্যরসাত্মক চরিত্রের প্রিয় মুখ, অন্যদিকে বুদ্ধিদীপ্ত সংলাপ আর গ্রাম্য জীবনধারার নিখুঁত উপস্থাপনায় তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

তাঁর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে ‘সাংকোপান্জা’ চরিত্রটি হয়ে ওঠে জীবন্ত কিংবদন্তি। শুধু পর্দায় নয়, গ্রামবাংলার চায়ের দোকান, নাট্যমঞ্চ, এমনকি পাঠ্যবইয়ের বাইরের গল্পেও ঘুরে বেড়াত সাংকোপান্জার নাম।

অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিতেও যুক্ত ছিলেন। ‘সাংকোপান্জা’ নামেই তিনি ছোটগল্প ও নাটক লিখেছেন, যা পরবর্তীতে মঞ্চ এবং টেলিভিশনেও জনপ্রিয়তা পেয়েছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনেতা ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখছেন, “সাংকোপান্জা চলে গেলেন, কিন্তু তিনি আমাদের রঙিন পর্দায় চিরকাল জীবিত থাকবেন।”

জনপ্রিয় টার্গেট

শুভ জন্মদিন সৌমিলি চক্রবর্তী

অভিনেতা সাংকো পাঞ্জা নেই

প্রকাশ: ০৭:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

চলচ্চিত্রের পর্দায় গ্রামবাংলার প্রাণবন্ত চরিত্র ‘সাংকো পাঞ্জা’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা মাহবুবুল ইসলাম সিদ্দিকী আর নেই।

আজ ২৯ মে বৃহস্পতিবার দুপুর ২টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ অভিনয়জীবনে মাহবুবুল ইসলাম সিদ্দিকী ‘সাংকোপান্জা’ নামেই বেশি পরিচিতি পেয়েছিলেন। ১৯৮০ ও ৯০-এর দশকে তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোতে তিনি একদিকে ছিলেন হাস্যরসাত্মক চরিত্রের প্রিয় মুখ, অন্যদিকে বুদ্ধিদীপ্ত সংলাপ আর গ্রাম্য জীবনধারার নিখুঁত উপস্থাপনায় তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

তাঁর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে ‘সাংকোপান্জা’ চরিত্রটি হয়ে ওঠে জীবন্ত কিংবদন্তি। শুধু পর্দায় নয়, গ্রামবাংলার চায়ের দোকান, নাট্যমঞ্চ, এমনকি পাঠ্যবইয়ের বাইরের গল্পেও ঘুরে বেড়াত সাংকোপান্জার নাম।

অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিতেও যুক্ত ছিলেন। ‘সাংকোপান্জা’ নামেই তিনি ছোটগল্প ও নাটক লিখেছেন, যা পরবর্তীতে মঞ্চ এবং টেলিভিশনেও জনপ্রিয়তা পেয়েছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনেতা ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখছেন, “সাংকোপান্জা চলে গেলেন, কিন্তু তিনি আমাদের রঙিন পর্দায় চিরকাল জীবিত থাকবেন।”