জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে বিসিবি পরিচালক থেকে সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো সময় এনএসসি তাদের মনোনয়ন বাতিল করতে পারে, সেই ধারায় ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে এনএসসি।
মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি পরিচালক ও সভাপতি হারিয়েছেন তিনি।
আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফারুক আহমেদের জায়গায় কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সেটা নিশ্চিত করেনি।
তবে ধারণা করা হচ্ছে টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।