Site icon দৈনিক টার্গেট

কয়রায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কয়রা থানা

খুলনার কয়রা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার উলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ সাহেব আলী গাজী (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা নিহতের বড় ভাই মোঃ শহিদুল গাজী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তার স্ত্রীকে মারপিট করে দড়ি দিয়ে আড়ার সাথে টাঙিয়ে দিয়েছিলেন। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী বাড়ি থেকে সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে বাঁচাতে যায়। তখন শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে বারি মারলে সাহেব আলী মাটিতে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শহিদুল বটি দিয়ে তার আপন ছোট ভাই সাহেব আলীকে জবাই করে।

ঘটনার পর কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত বড় ভাই সোহেলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ হত্যাকাণ্ডে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক আগে ভালো থাকলেও গত কয়েক বছরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

Exit mobile version