জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা-মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চার্জশিট দাখিল করা হয়েছে।
ট্রাইবুনালের প্রসিকিউটর গাজী তামিম হোসেন রবিবার দুপুর ১২টায় ট্রাইবুনালের রেজিস্টার কার্যালযয়ে এই চার্জশিট দাখিল করেন।
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।