৭ দিন পর সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৬১ বার পঠিত হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও লঘুচাপের কারণে টানা ৭দিন বন্ধ থাকার পর আবারো টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

রবিবার ১ জুন সকাল থেকে এ রুটে ট্রলার চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

ইতোপূর্বে ২৫ মে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিনে রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, কয়েকদিন সাগরে গভীর নিম্নচাপে দুর্ঘটনা এড়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। সে নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় রবিবার থেকে সার্ভিস ট্রলার চলাচলের অনুমতি দেয়া হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষের এখন আয় রোজগার নেই। অনেক যুবক বেকার হয়ে পড়েছেন। তার মাঝে আবহাওয়া খারাপ হলে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফে আসা-যাওয়া বন্ধ হলে আবার খাদ্য সংকট তৈরি হয়।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, আজ (০১ জুন) ছয়টি সার্ভিস ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে। নিত্যপণ্যের মালামাল নিয়ে দুটি ট্রলার দ্বীপে রওয়ানা হয়।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট মোকাবিলায় চালসহ নিত্যপণ্য খাদ্য পাঠানো হয়েছে। অবস্থা বুঝে আরও সহায়তা পৌঁছে দেয়া হবে।

জনপ্রিয় টার্গেট

শুভ জন্মদিন সৌমিলি চক্রবর্তী

৭ দিন পর সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু

প্রকাশ: ০৪:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও লঘুচাপের কারণে টানা ৭দিন বন্ধ থাকার পর আবারো টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

রবিবার ১ জুন সকাল থেকে এ রুটে ট্রলার চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

ইতোপূর্বে ২৫ মে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিনে রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, কয়েকদিন সাগরে গভীর নিম্নচাপে দুর্ঘটনা এড়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। সে নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় রবিবার থেকে সার্ভিস ট্রলার চলাচলের অনুমতি দেয়া হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষের এখন আয় রোজগার নেই। অনেক যুবক বেকার হয়ে পড়েছেন। তার মাঝে আবহাওয়া খারাপ হলে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফে আসা-যাওয়া বন্ধ হলে আবার খাদ্য সংকট তৈরি হয়।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, আজ (০১ জুন) ছয়টি সার্ভিস ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে। নিত্যপণ্যের মালামাল নিয়ে দুটি ট্রলার দ্বীপে রওয়ানা হয়।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট মোকাবিলায় চালসহ নিত্যপণ্য খাদ্য পাঠানো হয়েছে। অবস্থা বুঝে আরও সহায়তা পৌঁছে দেয়া হবে।