মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মোঃ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়েছে। প্রত্যেক আসামির জন্য ৫০ হাজার টাকার জরিমানার আদেশও রায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোঃ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, গত ২৯ মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একইসঙ্গে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।