ঈদে মুক্তির অপেক্ষায় ‘তান্ডব’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো ইউ গ্রেডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৬১ বার পঠিত হয়েছে

শাকিব সাবিলা

রায়হান রাফি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘তান্ডব’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বোর্ড থেকে ছবিটিকে ‘ইউ গ্রেড’ প্রদান করা হয়েছে, যার অর্থ সব বয়সী দর্শকদের জন্য উপযোগী হিসেবে স্বীকৃতি পেয়েছে সিনেমাটি।

বুধবার ৪ জুন নির্মাতা রায়হান রাফি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সর সনদের একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেন। তার এই ঘোষণার পরই ছবিটি ঘিরে দর্শক-ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ।

সেন্সর বোর্ডে স্ক্রিনিং শেষে ছবিটি দেখে প্রশংসা করেছেন বোর্ডের সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, “দুই দিন আগে ‘তান্ডব’-এর স্ক্রিনিং হয়েছে। ছবিটি বেশ ভালো লেগেছে। দারুণ নির্মাণ হয়েছে। এবারের ঈদের অন্যান্য ছবিগুলোও প্রশংসার যোগ্য।”

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা কেন্দ্র করে। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পরিচালক রায়হান রাফি ও আদনান আদিব খান। আলফা আই-এসভিএফ বাংলাদেশ ছবিটির প্রযোজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে।

‘তান্ডব’-এ বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া শরিফুল রাজ ছবিতে উপস্থিত হবেন মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে। এই সংক্ষিপ্ত উপস্থিতিও ইতোমধ্যে সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মাঝে।

চলতি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তান্ডব’ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে এবারের ঈদের অন্যতম আলোচিত চলচ্চিত্র হয়ে উঠবে রায়হান রাফির ‘তান্ডব’।

জনপ্রিয় টার্গেট

একদিনে রেকর্ড ২৪৯ ডেঙ্গু রোগী ভর্তি, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে

ঈদে মুক্তির অপেক্ষায় ‘তান্ডব’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো ইউ গ্রেডে

প্রকাশ: ০১:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

রায়হান রাফি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘তান্ডব’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বোর্ড থেকে ছবিটিকে ‘ইউ গ্রেড’ প্রদান করা হয়েছে, যার অর্থ সব বয়সী দর্শকদের জন্য উপযোগী হিসেবে স্বীকৃতি পেয়েছে সিনেমাটি।

বুধবার ৪ জুন নির্মাতা রায়হান রাফি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সর সনদের একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেন। তার এই ঘোষণার পরই ছবিটি ঘিরে দর্শক-ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ।

সেন্সর বোর্ডে স্ক্রিনিং শেষে ছবিটি দেখে প্রশংসা করেছেন বোর্ডের সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, “দুই দিন আগে ‘তান্ডব’-এর স্ক্রিনিং হয়েছে। ছবিটি বেশ ভালো লেগেছে। দারুণ নির্মাণ হয়েছে। এবারের ঈদের অন্যান্য ছবিগুলোও প্রশংসার যোগ্য।”

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা কেন্দ্র করে। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পরিচালক রায়হান রাফি ও আদনান আদিব খান। আলফা আই-এসভিএফ বাংলাদেশ ছবিটির প্রযোজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে।

‘তান্ডব’-এ বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া শরিফুল রাজ ছবিতে উপস্থিত হবেন মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে। এই সংক্ষিপ্ত উপস্থিতিও ইতোমধ্যে সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মাঝে।

চলতি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তান্ডব’ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে এবারের ঈদের অন্যতম আলোচিত চলচ্চিত্র হয়ে উঠবে রায়হান রাফির ‘তান্ডব’।