পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলো সাজানো হয়েছে নতুন চলচ্চিত্রের বাহারি তালিকা নিয়ে। চলতি ঈদে মোট ৬টি নতুন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন সিনেমা হলে।
অ্যাকশন, থ্রিলার, রোমান্স ও সামাজিক গল্প বিভিন্ন ঘরানার সিনেমাগুলোতে থাকছে জনপ্রিয় সব তারকার অভিনয়। প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য এটি হতে চলেছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা
১. তান্ডব
পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর। মুখোশধারী এক সন্ত্রাসীর গণমাধ্যমে হামলার গল্প নিয়ে নির্মিত এই থ্রিলারধর্মী ছবিটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
২. উৎসব
তানিম নূরের পরিচালনায় তৈরি এই সিনেমাটিতে দেখা যাবে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিমকে। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ গল্প অবলম্বনে তৈরি সিনেমাটি একজন কৃপণ ব্যবসায়ীর জীবনে আত্মিক পরিবর্তনের গল্প তুলে ধরেছে।
৩. ইনসাফ
পরিচালক সঞ্জয় সমাদ্দারের এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ এবং মোশাররফ করিম। অপরাধ জগতের এক ত্রাস রাজ এবং তাকে থামাতে চাওয়া পুলিশ অফিসার ফারিণের দ্বন্দ্ব নিয়েই এগিয়েছে গল্প।
৪. টগর
আলোক হাসান পরিচালিত ‘টগর’ ছবিতে বন্দরনগরীর কালোবাজারি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী তরুণের গল্প তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে রয়েছেন আদর আজাদ ও পূজা চেরি।
৫. এশা মার্ডার: কর্মফল
পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটির গল্প গড়ে উঠেছে ভালোবাসা দিবসে সংঘটিত তিনটি খুনকে কেন্দ্র করে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ ও মিশা সওদাগর।
৬. নীলচক্র
মিঠু খানের পরিচালনায় নির্মিত ‘নীলচক্র’ সিনেমাটি সোশ্যাল মিডিয়ার অন্ধ ব্যবহার ও প্রযুক্তিনির্ভর প্রতারণার গল্পকে ঘিরে। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী ও ফজলুর রহমান বাবু।
শেষ মুহূর্তে পিছিয়ে যাওয়া সিনেমাগুলো
প্রথমে ১০টি সিনেমা মুক্তির ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে চারটি সিনেমা মুক্তির তালিকা থেকে সরে যায়। সেগুলো হলো ‘শিরোনাম’, ‘নাদান’, ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’। নির্মাতারা জানান, পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তারা ঈদের পরিবর্তে পরবর্তী উৎসবে মুক্তির পরিকল্পনা করছেন।
ওটিটিতে ঈদের আয়োজন
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ‘বিরাট গরুর হাট’ নামে একটি বিশেষ আয়োজন চালু করেছে। সেখানে মুক্তি পাচ্ছে চারটি সিনেমা ‘বরবাদ’ (শাকিব খান), ‘দাগি’ (আফরান নিশো), ‘জংলি’ (সিয়াম আহমেদ) ও ‘চক্কর ৩০২’ (মোশাররফ করিম)।
দর্শকদের আগ্রহ তুঙ্গে
সিনেমাগুলোর টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। বড় পর্দায় প্রিয় তারকাদের দেখতে আগ্রহী দর্শকরা প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমাচ্ছেন। অনেক হল কর্তৃপক্ষ অগ্রিম বুকিং চালু করেছে, যা প্রমাণ করে ঈদের সিনেমা ঘিরে দর্শকদের উৎসাহ বরাবরের মতোই প্রবল।