Site icon দৈনিক টার্গেট

তানিন সুবাহ আর নেই

তানিন সুবাহ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা আর নেই। রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ সন্ধ্যায় তাঁকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা জয় চৌধুরী।

জয় চৌধুরী দৈনিক টার্গেটকে জানান,”হাসপাতালের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তানিন সুবহার শরীরে আর কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই। তাঁর মস্তিষ্কের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে ক্লিনিকালি মৃত ঘোষণা করা হয়েছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।”

তানিন সুবহার এই অবস্থা শুরু হয় গত ২ জুন (সোমবার), যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর আফতাব নগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরলেও একই দিন সন্ধ্যায় বুকে ব্যথা ও বমি হওয়ায় তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে ডাক্তারের পরামর্শে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

তানিন সুবহা তাঁর ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’–সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর কয়েকটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে, যার মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

নায়িকার আকস্মিক এই অবস্থায় পুরো চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন, কেউ কেউ হাসপাতালে গিয়ে পরিবারের পাশে দাঁড়াচ্ছেন।

তাঁর পরিবার জানিয়েছে, চূড়ান্ত মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Exit mobile version