ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৪১ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন দুঃস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১০ জুন বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার প্রিন্স সরকার। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) শংকর কুমার বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা এ সহায়তাকে সাংবাদিক সমাজের প্রতি সরকারের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা এ সহায়তার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় টার্গেট

একদিনে রেকর্ড ২৪৯ ডেঙ্গু রোগী ভর্তি, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে

ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা

প্রকাশ: ০৯:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন দুঃস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১০ জুন বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার প্রিন্স সরকার। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) শংকর কুমার বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা এ সহায়তাকে সাংবাদিক সমাজের প্রতি সরকারের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা এ সহায়তার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।