জমিয়তের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস: ব্রাহ্মণবাড়িয়ায় কাউন্সিল গঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৪৫ বার পঠিত হয়েছে

ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র বিনির্মাণে বিশ্বস্ত ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা এমন অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, নেতৃত্বে গুণগত পরিবর্তন ছাড়া রাষ্ট্রে ন্যায়বিচার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

মঙ্গলবার ১০ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন সংলগ্ন হোসাইন টাওয়ার মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী।

প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।

নেতারা বলেন, “জমিয়তের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। ভবিষ্যতেও কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

এছাড়াও কাউন্সিলে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি বশির আহমদ, মাওলানা সগীর আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা সাইফুল্লাহ সাদী ও মাওলানা এমদাদুল্লাহ হাবিবী প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মাওলানা এহসানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী এবং সাধারণ সম্পাদক মুফতি বশীর আহমদ।

জমিয়ত নেতারা সকলকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক অঙ্গনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান।

জনপ্রিয় টার্গেট

একদিনে রেকর্ড ২৪৯ ডেঙ্গু রোগী ভর্তি, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে

জমিয়তের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস: ব্রাহ্মণবাড়িয়ায় কাউন্সিল গঠিত

প্রকাশ: ০৯:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র বিনির্মাণে বিশ্বস্ত ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা এমন অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, নেতৃত্বে গুণগত পরিবর্তন ছাড়া রাষ্ট্রে ন্যায়বিচার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

মঙ্গলবার ১০ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন সংলগ্ন হোসাইন টাওয়ার মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী।

প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।

নেতারা বলেন, “জমিয়তের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। ভবিষ্যতেও কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

এছাড়াও কাউন্সিলে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি বশির আহমদ, মাওলানা সগীর আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা সাইফুল্লাহ সাদী ও মাওলানা এমদাদুল্লাহ হাবিবী প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মাওলানা এহসানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী এবং সাধারণ সম্পাদক মুফতি বশীর আহমদ।

জমিয়ত নেতারা সকলকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক অঙ্গনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান।