দেশের বেসরকারি টেলিভিশন খাতে নবীন একটি নাম ‘চ্যানেল এস’ আজ পূর্ণ করলো তার প্রথম বছর। ২০২৪ সালের ১২ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এ চ্যানেলটি অল্প সময়েই সারা দেশের দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে।
“সব কথা সবার কথা” এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল এস টেলিভিশন সংবাদ, বিনোদন, শিক্ষা, সমাজকল্যাণ ও সংস্কৃতিনির্ভর নানা ধরনের অনুষ্ঠান সম্প্রচারে অঙ্গীকারবদ্ধ থেকেছে। প্রথম বর্ষপূর্তিতে টেলিভিশনটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, রিপোর্টার, প্রযোজক ও অন্যান্য বিভাগে কর্মরত সবাই নিজেদের এই অর্জনে গর্বিত।
চ্যানেল এস টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী বলেন, “দর্শকদের ভালোবাসা ও আস্থায় আমরা এগিয়ে যেতে পেরেছি। প্রথম বর্ষপূর্তি আমাদের জন্য শুধুই একটি মাইলফলক নয়, বরং এটা একটি নতুন যাত্রার প্রেরণা।”
বর্ষপূর্তিকে ঘিরে চ্যানেল এস পরিবারে বইছে আনন্দের আমেজ। তবে এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও ভবিষ্যতে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রথম বর্ষপূর্তিতে চ্যানেল এস টেলিভিশন কর্তৃপক্ষ দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, এবং সব সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও নির্ভরযোগ্য সংবাদ এবং দর্শকবান্ধব অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চ্যানেলটি।