রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাড়ি থেকে পালিয়ে আসা ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
অদ্য ভোররাতে, ক্যাপ্টেন তানজিল (২৩ ইবি)-এর নেতৃত্বে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, এ-ব্লকের বাসা নম্বর ৪৪/১ থেকে কিশোরী ওইশি পালকে উদ্ধার করে বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সে নেত্রকোনার কমলাকান্দা থানার হুগলি গ্রামের বাসিন্দা। পিতার নাম রামচন্দ্র পাল খোকন এবং মাতার নাম শিউলি পাল।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওইশি তার মায়ের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে “Let Me Mohammadpur” নামক একটি গ্রুপে সাবলেট বাসা খোঁজার জন্য একটি বার্তা দেয়। সেখানে তার সঙ্গে বিল্লাল হোসেন (৩৯) নামের এক ব্যক্তির যোগাযোগ হয়, যিনি ঢাকার মোহাম্মদপুরে সাবলেট বাসার প্রস্তাব দেন।
পরবর্তীতে ওইশি পিতা-মাতাকে কিছু না জানিয়েই নেত্রকোনা থেকে রাত ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং মোহাম্মদপুরে এসে পৌঁছায়। উদ্ধার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে সাবলেট বাসায় অবস্থান করছিল, এবং তার সঙ্গে কোনো মোবাইল বা যোগাযোগের মাধ্যম ছিল না।
সকাল ৬টা ৫০ মিনিটে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কিশোরীসহ অভিযুক্ত দুইজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন
১. বিল্লাল হোসেন (৩৯) – পিতাঃ মনির হোসেন, ঠিকানাঃ বাসা নং ৪৪, ব্লক এ, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, জেলাঃ মুন্সিগঞ্জ।
২. নূরনবী (৪৫) – পিতাঃ মোঃ আনোয়ার হোসেন বেপারী, ঠিকানাঃ বাসা নং ৪৪/১, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, জেলাঃ চাঁদপুর।
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় কিশোরীকে নিরাপদে উদ্ধার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।